সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশিতঃ ৩১ মে ২০২৪ | ৭:২৭ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে৷

এই উপলক্ষে শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিনের উদ্যোগে বটতলী মোটর স্টেশনের একটি মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে জিয়াউর রহমান এবং তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।