মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৭ | ৪:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর রোগমুক্তি কামনায় ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে বাদ আসর খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল ওয়াদুদ এবিএম মহিউদ্দীন চৌধুরীর রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

মুনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর হায়াতে তৈয়বা চাওয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন ভারপাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, অধ্যাপক আয়ুব আলী, অধ্যাপক আবু নয়ন, অধ্যাপক নুরে আলম, অধ্যাপক মো. সাইফুলল্লাহ, মহানগর যুবলীগের সদস্য মশিউর রহমান দিদার, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাএসংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাএলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, সাবেক ছাএনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, গোলাম মো. দস্তগীর, মোহাম্মদ ফিরোজ আহম্মেদ, জাহেদ হোসেন টিটু, কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সদস্য জিহাদ হোসেন, বর্তমান কেন্দ্রীয় ছাএলীগের সদস্য রাজেস বড়ুয়া, ইউছুপ খান হাসান, মহানগর ছাএলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, শাহিন মোল্লা, কেন্দ্রীয় ছাএলীগের সদস্য আবদুর রহিম শামীম, নুরুল ইসলাম সুমন, কলেজ ছাএলীগ নেতা রেজাউল করিম রিটন, আমিনুল ইসলাম রাসেল, মীর সাহেদ প্রমুখ।