মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

| প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৭ | ৫:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

এর আগে শনিবার রাত সোয়া ১০ টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে নগরীর ম্যাক্স হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীকে ভর্তি করা হয়। ডাক্তাররা তার শারীরিক অবস্থা দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে স্থানান্তর করেন। সেখান থেকে রোববার বেলা ৩ টার দিকে স্কয়ার হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্রুত রোগ মুক্তি কামনায় নগর আওয়ামী লীগ দোয়া মাহফিল, মিলাদ ও খতমে কোরান পাঠের আয়োজন করেছে। সোমবার বিকেলে নন্দন কানন মুসাফির খানা জামে মসজিদে আয়োজিত মাহফিলে অসুস্থ মহিউদ্দিন চৌধুরীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাতে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগ সহ-সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলীসহ নগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সোমবার দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে মহিউদ্দিনের জন্য দোয়া মাহফিল করেছে নগর ছাত্রলীগ। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত অসুস্থ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিনের দুটি কিডনিতে সমস্যা। পা দুটো দুর্বল। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্ট, ডায়বেটিক, রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। অনেকটা মনের জোরেই চলছিলেন বর্ষীয়ান এ নেতা।

মহিউদ্দিনের শারীরিক অবস্থা নিয়ে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান বলেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকে হার্টে বাইপাস করা আছে। উনার কিডনির সমস্যাও আছে। অবস্থা স্থিতিশীল হওয়ার পর ওনাকে ঢাকায় নেওয়া হয়।

মহিউদ্দিনের চিকিৎসক প্রফেসর ডা.নাসির উদ্দিন মাহমুদ বলেন, মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যার কারণে এবিএম মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তির পর রাত ৩টার দিকে তার অবস্থার অবনতি হয়। তবে সকালে তার অবস্থার কিছুটা উন্নতি হয়।

এদিকে মহিউদ্দিনের সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বাবার সুস্থতা ও সুচিকিৎসার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্দোলন করে আসছেন। চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন অসুস্থ শরীরেও শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন। টানা তিনবার নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ২০১০ সালে সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত হন। এরপরও চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির বড় অংশের নিয়ন্ত্রক হিসেবে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ধরা হয়।