মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৫ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেট কার জব্দ

| প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৭ | ৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম (লোহাগাড়া) প্রতিনিধি : পাঁচ হাজার পিস ইয়াবাসহ মামুন সরদার (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় ইয়াবা বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান পিপিএম একুশে পত্রিকাকে বলেন, গোপন কুটুরি বানিয়ে প্রাইভেট কারে ইয়াবা আসছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গাড়ির দরজার নিচে গোপন কুটুরিতে ইয়াবা আছে বলে জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা রুজু করা হচ্ছে।

গ্রেফতার হওয়া মামুন সরদার রাজবাড়ি জেলার বড় লক্ষ্মীপুর এলাকার বাবর আলী সরদারের পুত্র।