মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ অটোরিকশা চালক গ্রেফতার

| প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০১৭ | ৬:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে অস্ত্রসহ এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান (২৮) নোয়াখালীর চর জব্বার এলাকার আবুল বাশারের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে বহদ্দার হাটের দিকে আসা একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অটোরিকশাটি আটক করে তল্লাশি করলে চালকের সিটের নিচে একটি কালো ব্যাগে রাখা একনলা ওই বন্দুক পাওয়া যায়। অটোরিকশা চালানোর আড়ালে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মিজানুর।