মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০১৭ | ৬:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুন্ডে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় বাস চাপায় নুরুল আমিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত নুরুল আমিন সাতকানিয়া উপজেলার আফজল নগর এলাকার মো. ইসলাম এর ছেলে।

অন্যদিকে সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় ফাহিম এন্টারপ্রাইজ নামের শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে মো. মিজান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল বিমানবন্দর এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকাল ৬টায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৭টার দিকে নুরুল আমিন মারা যান। অন্যদিকে সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।