মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

| প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০১৭ | ৭:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস চাপায় কলেজপড়–য়া দুই ছাত্র-ছাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক ছাত্র। মঙ্গলবার বিকালে কুয়াইশ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- আরফা আবেদীন খান (১৮) ও নিলয় সরকার (১৮)। আহত ছাত্রের নাম মো. হোসাইন (১৮)। তিনজনই কুয়াইশ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বিকালে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে পার হওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এসময় কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে আসা একটি বাস বিপরীতমুখী একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এরপর আরফা ও নিলয়কে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।