মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শ্যামলী পরিবহনের বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

| প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০১৭ | ২:০১ অপরাহ্ন

চট্টগ্রাম : কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় মইজ্জারটেক এলাকা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের ১টি বাসের মাধ্যমে বিপুল সংখ্যক ইয়াবা আসার খবর পেয়ে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম-এর নেতৃত্বে র‌্যাবের একটি দল নগরীর কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।

এসময় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬২) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা বাসটিতে তল্লাশী করতে থাকে। এ সময় বাসটির সুপারভাইজার মোঃ সহিদ মজুমদার শান্ত (৩২), পিতা- মৃত হাজী হাবিব উল্লাহ, গ্রাম-আনন্দপুর, থানা-সাভার, জেলা-ঢাকা ও মোঃ আব্দুল আওয়াল প্রামাণিক (৩৮), পিতা-মৃত আবু হাসেম প্রামাণিক, গ্রাম- দেলুয়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ’দেরকে সন্দেহ হওয়ায় অন্যান্য যাত্রীদের উপস্থিতিতে তাদের শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য এবং দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত বাসটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় বাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।