চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ৪৯৫টি ইয়াবাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে আমানবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন (২৯), নাজমুল আহসান (৩৬) ও আতিকুর রহমান (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ইয়াবা বিক্রেতাদের সাথে বেশ কয়েক দিন থেকে যোগাযোগ করে আসছিলাম আমরা। গত মঙ্গলবার রাতে ইয়াবা নেয়ার জন্য আমান বাজারে আসতে বলে। এ সময় হাতেনাতে তিন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে।