মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের ভেতর ইয়াবা পাচার

| প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০১৭ | ৫:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের ভেতর ইয়াবা পাচারকালে ৩৫ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একরামুল হুদা (৩১) কক্সবাজারের উখিয়ার পালংখালীর বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির বলেন, একরামুলের মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল সে। এই কৌশলে ইয়াবা পাচারে যুক্ত বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি।

তিনি বলেন, একরামুলের ব্যবহার মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে বিশেষ কৌশলে আলাদা একটি আবরণ বসানো ছিল। যেখানের ভেতরে করে ইয়াবা পাচার করা হয়। সচরাচর মোটর সাইকেলে পাঁচ থেকে সাত লিটার তেল রাখা গেলেও তার মোটর সাইকেলে দুই লিটারের বেশি তেল নেওয়া যায় না। ইয়াবা পাচারে যুক্ত একটি চক্রের অধীনে এ ধরনের ৪০টি মোটরসাইকেল রয়েছে।