আবদুল আউয়াল জনি, চট্টগ্রাম (লোহাগাড়া) : জমি-জমার বিরোধে পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের লোহাগাড়ায় মুহাম্মদ বেলাল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত আনুমানিক ১২টায় মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পদ্মশীখীল রাস্তার মাথায় ৭/৮ জনের একটি সশস্ত্র দল হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে বেলালকে গুরুতর আহত করে। গুরুতর অাহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত বেলাল লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়ার মুহাম্মদ হোসেনের পুত্র।
নিহত বেলালের সাথে মোটরসাইকেলে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ শওকত ওসমান একুশে পত্রিকাকে বলেন, মৎস্যখামারে যাওয়ার পথে চরম্বা ইউনিয়নের পদ্মশীখীল রাস্তার মাথায় গতিরোধ করে ৭-৮ জনের একটি দুর্বৃত্তের দল। এসময় হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে বেলালকে গুরুতর আহত করে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম একুশে পত্রিকাকে জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে অাটক করা হয়েছে। তদন্ত করে অাইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।