চট্টগ্রাম: এবার নারিকেলের ভেতর করে ইয়াবা পাচারের সময় জাহানারা বেগম নামে এক নারীকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহানারা বেগম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার দুদু মিয়ার স্ত্রী।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, শনিবার রাতে কেউচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনের চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কক্সবাজার থেকে আসা একটি গাড়ি থামিয়ে ওই নারীকে পুলিশ তল্লাশি করে। এরপর তার হাতে থাকা নারিকেলটির ছোবড়ার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ইয়াবা পাওয়া যায়।