চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো জাকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে বাকলিয়া থানাধীন ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শনিবার রাতে স’মিলে কাজ করার সময় বিদ্যুাৎস্পৃষ্ট হয় জাকির ও সিরাজ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত সিরাজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।