মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

| প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৭ | ৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কায়ুমকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আহত ওই নেতাকে পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সিএফসি গ্রুপের কয়েকজন কর্মীর সাথে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে বাংলা বিভাগের শিক্ষার্থী কায়ুমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরিফুল ইসলাম, এস এম মাসুম খান, ফজলুর হকসহ আরও কয়েকজন মিলে কায়ুমকে লাঠি দিয়ে আঘাত করে। এই অংশটি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী অনুসারী।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের স্থগিত কমিটির নেতা ও উপ-অর্থ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, কায়ুম সহ আরও কয়েকজন কলার ঝুপড়িতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সাথে ঝগড়ায় জড়িয়ে পরলে তাদের সাথে হাতাহাতি হয়।

ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খোরশেদ আলম বলেন, আমরা প্রক্টর অফিসে বিষয়টি জানিয়েছি। সুষ্ঠু বিচার না পেলে আমরা কর্মসূচি দেব।