চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে কাজীরহাট কর্মকার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পার্থ কর্মকার (২৭) ভূজপুর কাজীরহাট কর্মকার পাড়ার সাধন কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক।
ফটিকছড়ি থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে পার্থ কর্মকারকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা সে স্বীকার করেছে। এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।