চট্টগ্রাম: কভার্ড ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় চট্টগ্রামে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর রাতে নগরীর ফিশারীঘাট এলাকায় টেকনাফ থেকে আসা মাছভর্তি একটি কভার্ড ভ্যান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কভার্ড ভ্যান চালক মো. মামুন বেপারি (৩৩) এবং দুই সহোদর মো. শাহজাহান (৩২) ও মো. আনোয়ার (২২)। মামুনের বাড়ি মাদারীপুর সদর থানা এলাকায়। অন্য দুই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ বলেন, কভার্ডভ্যানটি টেকনাফ থেকে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিল। কভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় এক লাখ ২০ হাজার ইয়াবা রাখা ছিল। এর আগেও চক্রটি কভার্ডভ্যানে করে ইয়াবা ঢাকায় পাচার করেছে।
তিনি বলেন, সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা ইয়াবা পাচারের কৌশল পরিবর্তন করেছে। তারা নিজেরা কাভার্ড ভ্যান কিনে ট্রান্সপোর্টের মালিক হিসেবে পরিচয় দিচ্ছে। কাভার্ড ভ্যান গুলোর বডি তৈরি করার সময় ইয়াবা পাচার করার জন্য মিস্ত্রি দ্বারা গোপন ‘চেম্বার’ তৈরি করে। টেকনাফ থেকে ঢাকা ও অন্যান্য শহরে ইয়াবা পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পচনশীল দ্রব্য মাছ বহন করে আসছিল তারা। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে।