মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

২০১৮ সালের মধ্যে চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে : মেয়র নাছির

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৭ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: ওয়ার্ল্ড ব্যাংক ও জাইকার সহযোগিতায় ২০১৮ সালের মধ্যে চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার সকালে মহেশখালের প্রতিরোধ দেওয়াল, ব্রিজ, সড়ক নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাজ, আগ্রাবাদ এক্সেস রোড এবং পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজের ফলক উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও আগ্রহে জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নগরীর অবকাঠামোগত উন্নয়নসহ নানামুখী উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দুই অর্থবছরে ১ হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে। ফলে নগরবাসী সরাসরি উপকৃত হচ্ছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরবাসীর সহযোগিতা, সরকারের প্রকল্প সহযোগিতা, ওয়ার্ল্ড ব্যাংক ও জাইকার সহযোগিতায় নগরীর উন্নয়ন ২০১৮ সালের মধ্যে দৃশ্যমান হবে।

তিনি বলেন, এ সময়ের মধ্যে নগরী এলইডি লাইটিং দ্বারা আলোকায়ন, সকল কাঁচা রাস্তা পাকাকরণ এবং পরিবেশবান্ধব নগরী গড়ার কাজ সম্পন্ন হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী সকল কাজে এবং পৌরকর পরিশোধে সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন মেয়র।

এ সময় কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, নাজমুল হক ডিউক, মোরশেদ আকতার চৌধুরী, এস এম এরশাদুল্লাহ, মোহাম্মদ আবুল হাসেম, এইচ এম সোহেল, হাবিবুল হক, মো. শফিউল আলম, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, ফারহানা জাবেদ, জেসমিনা খানম, ফেরদৌসী আকবর, আফরোজা কালাম, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।