মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৩ ঘন্টা বন্ধ ছিল চমেক হাসপাতালের প্রধান ফটক

| প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০১৭ | ৫:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকে বুধবার সকালে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক। এই সময়ে ওই ফটক দিয়ে রোগীসহ কোন লোকজন ও যানবাহন প্রবেশ করতে পারেনি। পরে দুপুর ১২টার দিকে পুলিশ তালা ভেঙ্গে ফটক খুলে দেয়।

সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বেসরকারী ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর নজিরবিহীন এই ঘটনা ঘটলো। এর ঘটনার জেরে চমেক ক্যাম্পাসে এখনো উত্তেজনা চলছে। মঙ্গলবার ইন্টার্নি চিকিৎসকরা ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা কর্মবিরতি পালন ও ক্লাশ বর্জন কর্মসূচির হুমকি দেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, সংঘাতের আশঙ্কায় সাধারণ ছাত্ররা ভয়ে গেটে তালা দিয়েছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে খুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে মূল গেইট ও পশ্চিমের দুটি ছোট গেইটে তালা দিয়ে কে বা কারা বন্ধ করে দিয়েছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তালা ভেঙ্গে বেলা ১২টার দিকে গেইট খুলে দিয়েছি। এরপর রোগীদের বহনকারী গাড়িসহ সব ধরনের যানবাহন চলাচল চমেক হাসপাতালে প্রবেশ স্বাভাবিক হয়েছে।