চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে হিলভিউ আবাসিক এলাকার ৭ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আইনুল (২৮) ঢাকার সাভারের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন আইনুল। দুপুরে কাজ করার সময় তিনতলার ছাদ থেকে পড়ে যান তিনি। এরপর তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।