আবদুল আউয়াল জনি (চট্টগ্রাম), লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি চাঁদারকুল এলাকায় বুধবার অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে ছায়ের খাল থেকে অবৈধভাবে উত্তোলনকৃত একটি বড় বালুরস্তুপ ও ১টি বালুভর্তি ডাম্পার জব্ধ করা হয়। লাল পতাকা দিয়ে চিহ্নিত করা উক্ত বালুরস্তুপে ৪ শতাধিক ডাম্পার পরিমাণ বালু রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম একুশে পত্রিকাকে জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারী যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলার বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম অভিযান চালিয়ে কয়েকটি বালুভর্তি ডাম্পার জব্ধ করেন ।