মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিভাগীয় শ্রম আদালতকে চট্টগ্রাম আদালত ভবনে স্থানান্তরের দাবি

| প্রকাশিতঃ ২৩ নভেম্বর ২০১৭ | ৬:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতকে চট্টগ্রাম আদালত ভবনে স্থানান্তরের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি’ নামের আইনজীবীদের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি জানিয়েছে।

নগরীর কাতালগঞ্জ এলাকায় গণপূর্ত বিভাগের একটি বাড়িতে শ্রম আদালতের কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি সেখানে গণপূর্ত বিভাগ ভবন নির্মাণের উদ্যোগ নিলে তা পাঁচলাইশ এলাকায় শ্রম আদালতের চেয়ারম্যানের বাসভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সুস্বপন কৃষ্ণ বিশ্বাস বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫০ লাখ শ্রমিকের আইনগত অধিকার পাওয়ার জন্য দুইটি শ্রম আদালত আছে। শ্রম আদালতে এক হাজার ৬০০ মামলা বিচারাধীন থাকলেও দুইজন চেয়ারম্যানের বিপরীতে মাত্র একজন চেয়ারম্যান দিয়ে বিচারিক কাজ পরিচালিত হয়। তাও সপ্তাহে দুইদিন। চট্টগ্রাম আদালত ভবনে অনেক এজলাস খালি রয়েছে। এ অবস্থায় চেয়ারম্যানের বাসভবনে কোনোভাবেই বিচারিক কার্যক্রম পরিচালিত হতে পারে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহীর উদ্দিন মাহমুদ, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।