বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘সরকারের দিকে না তাকিয়ে’ যুবদল নেতার আহ্বান, সাড়া দিয়ে সড়ক সারালেন প্রবাসী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৫ | ১১:২২ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতার আহ্বানে সাড়া দিয়ে নিজ উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার করেছেন এক সৌদি আরব প্রবাসী।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ধামাইরহাট থেকে রাজারহাট পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশে এই সংস্কার কাজ করেন মো. ইসমাইল নামের ওই প্রবাসী।

এর আগে গত সোমবার এক কর্মসূচিতে এলাকার উন্নয়নে প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী।

সৌদি প্রবাসী মো. ইসমাইল (৩৪) বলেন, “আমি ১৮ বছর ধরে প্রবাসে থাকি। যুবদল নেতার বক্তব্য শোনার পর এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি আমার নজরে আসে। দেশের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছি। সড়কের বড় গর্তগুলো ভরাট করা হয়েছে, বাকি কাজও দ্রুত শেষ হবে।”

গত সোমবার (৩০ জুন) উপজেলার লালানগরে যুবদলের এক বৃক্ষরোপণ কর্মসূচিতে যুবদল নেতা মুরাদ চৌধুরী স্থানীয়দের প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেছিলেন, “রাঙ্গুনিয়ার উন্নয়নে সরকারের উপর নির্ভর না করে স্থানীয়দেরই কাজ করা উচিত। উত্তর রাঙ্গুনিয়ায় অনেক ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসী থাকলেও তাদের সঠিকভাবে কাজে লাগানো হয়নি। সবাইকে ঐক্যবদ্ধ করলে রাঙ্গুনিয়াকে উন্নত করা সম্ভব।”

মুরাদ চৌধুরী তার বক্তব্যে চৌমুহনী থেকে গাবতলী পর্যন্ত সড়কটির বেহাল দশার কথাও তুলে ধরেন।