বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘নেতা নয়, মানুষের সেবক হতে চাই’, রাঙ্গুনিয়ায় বললেন কুতুবউদ্দিন বাহার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫ | ৫:৫০ অপরাহ্ন


“নেতা নয়, মানুষের সেবক হয়ে থাকতে চান”—চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।

শনিবার (৫ জুলাই) উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের একটি মসজিদে পারিবারিক প্রতিষ্ঠান ‘জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা অনুদান প্রদান শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, “দীর্ঘদিন পর পদুয়ায় এসেছি। আমার বড়ভাই আলহাজ্ব জালাল উদ্দীন কিছুদিন আগে এই মসজিদের জন্য অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান হস্তান্তর করতে এসেছি।”

তিনি আরও বলেন, “আমি রাঙ্গুনিয়ার ভূমিপুত্র। বারবার আসব, প্রতিটি অলিতে-গলিতে, মাঠে-ময়দানে মানুষের দুঃখ-কষ্ট শুনতে। নেতা হতে নয়, মানুষের সেবক হতে এসেছি।”

রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, “রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ জানায়, খাল ও নদী থেকে বালু তোলার কারণে তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। রাঙ্গুনিয়ার দুটো বড় সমস্যা—একটা মাদক, আরেকটা বালু। এই দুটি সমস্যাই বন্ধ করে দেওয়া হবে।”

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে রাঙ্গুনিয়ার মানুষকে কষ্ট দিয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী সে সময় বাড়ি-ঘরে থাকতে না পেরে শহর-নগর বা দূর-দূরান্তে গিয়ে রিকশা চালিয়ে কিংবা শ্রম করে জীবিকা নির্বাহ করেছেন। তখনও আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান। পদুয়া ইউনিয়ন, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।