বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাটহাজারী বাজারে পথচারীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুলাই ২০২৫ | ৪:৪৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারী বাজারে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে; স্বজনদের ধারণা তিনি স্ট্রোক করেছিলেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী বাজারের কাচারি সড়কের স্বরুপা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শহিদ (৬৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পৌর সদরের সুজা নগর ঈদগাহ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, সকালে সড়কের পাশে হাঁটার সময় শহিদ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ও দোকানিরা ছুটে এলেও তার আগেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

নিহতের ভাগিনা রাশেদ খান সাংবাদিকদের জানান, তার মামা পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। পাশাপাশি অটোরিকশার কাগজপত্র সংক্রান্ত কাজও করতেন।

“আজ সকালেও তিনি ব্যাংকে গাড়ির লাইসেন্সের টাকা জমা দিতে এসেছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যান,” বলেন রাশেদ।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই নাজমুল।

সোমবার আছরের নামাজের পর সুজানগর ঈদগাহ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।