বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর, সেবার প্রত্যয়

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ জুলাই ২০২৫ | ৮:০৮ অপরাহ্ন


সারা বিশ্বে লায়ন্স সদস্যরা নিজেদের খরচে মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একতাবদ্ধ হয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ সৃষ্টি করে চলেছেন বলে মন্তব্য করেছেন লায়ন্স নেতৃবৃন্দ।

সম্প্রতি নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের জেলা ৩১৫বি৪-এর অধীন ‘ডাইনামিক সিটি লায়ন্স ক্লাবের’ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, “বিশ্বব্যাপী লায়ন্স সদস্যরা কোথাও না কোথাও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শতাব্দীর মানব সভ্যতার জন্য চ্যালেঞ্জ হিসেবে ছয়টি বিষয়কে চিহ্নিত করে সম্পূর্ণ নিজ খরচে সেবামূলক কাজ করছেন তারা।”

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব উপদেষ্টা লায়ন শওকত চৌধুরী এমজেএফ। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি লায়ন অ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লায়ন পুলিন চন্দ্র ঘরামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্সের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।

তিনি তার বক্তব্যে বলেন, “নেতৃত্ব সৃষ্টি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সেবা কার্যক্রমে ডাইনামিক সিটি লায়ন্স ক্লাবের ভূমিকা প্রশংসার যোগ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ এমজেএফ।

এছাড়াও লায়ন তারেক কামাল, লায়ন আফরোজা বেগম, লায়ন খলিলুল্লাহ সাকিব, লায়ন আব্দুল মান্নান ভূঁইয়া, লায়ন জাহাঙ্গীর আলম এবং লায়ন অ্যাডভোকেট মোখলেছুর রহমানসহ অন্যান্য লায়ন্স নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা লায়ন্স জেলায় সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে ডাইনামিক সিটি লায়ন্স ক্লাবের অবদানের প্রশংসা করেন।