বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

রাঙ্গামাটিতে রাউজানের যুবদল কর্মীর লাশ, মুখে ফেনার সঙ্গে ‘মাদকের গন্ধ’

সম্প্রতি খুন হওয়া আরেক যুবদল নেতার সহযোগী ছিলেন তিনি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৫ | ৬:০৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানের এক যুবদল কর্মীর মরদেহ রাঙ্গামাটির কাউখালী উপজেলার একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ; তার মুখে ফেনা এবং ‘মাদকের গন্ধ’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া গ্রাম থেকে মো. দিদারুল আলম রিংকু (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

রিংকু রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। গত ৬ জুলাই দুর্বৃত্তদের গুলিতে নিহত কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিমের সহযোগী হিসেবে তিনি পরিচিত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে ফেনা ছিল এবং সেখান থেকে ‘মাদকের গন্ধ’ পাওয়া গেছে।

তিনি বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহত রিংকুর ভাই মো. শফিকুল ইসলাম জানান, রিংকু বুধবার রাতে বাড়ির পাশে একটি কুলখানির অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন।

“রাত ১০টার দিকে সে তার স্ত্রীকে ফোন করে বলে যে তার মোবাইল ফোন ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকবে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধারের খবর দেয়,” বলেন শফিকুল।

পরিবারের সদস্যরা জানান, রিংকু অটোরিকশা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ৮ ও ৫ বছর বয়সী দুই ছেলের বাবা।

তারা আরও জানান, গত ৬ জুলাই ঈশান ভট্টের হাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করা ইউনিয়ন যুবদল নেতা সেলিমের সঙ্গে রিংকু মাঝে মাঝে চলাফেরা করতেন।