বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লায়ন্স ক্লাব ‘চিটাগং তিলোত্তমা’র সভাপতি হুমায়রা, সম্পাদক রাসেল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৫ | ৬:১০ অপরাহ্ন


লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমা’র ২০২৫-২০২৬ সেবাবর্ষের নতুন সভাপতি হিসেবে লায়ন হুমায়রা ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে লায়ন বিকিরন বড়ুয়া রাসেল নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতভাবে এই কমিটি গঠন করা হয় বলে ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন লায়ন মো. হারুনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের বর্তমান সভাপতি লায়ন সিফাত আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। লায়ন জেলার রিজিয়ন চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন এবং ক্লাবের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে এ কমিটি গঠিত হয়।

নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— লায়ন শিরিনুর আকতার নিশি, লায়ন প্রফেসর জুনাইদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. আমিন ও লায়ন রিসালত তুলি, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন মো. পন্টি, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মো. সাব্বির আহমেদ এবং পরিচালক ডা. বিউটি পাল ও ডা. শেফাতুজ্জাহান।