
ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম সম্পাদিত ইংরেজি পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’ এর সম্পাদক শাহ মোহাম্মদ বদিউল আলমের লেখা ‘হোয়াট ইজ ম্যান’ (মানুষ কী) বইটির ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৯১৪ সালে প্রথম প্রকাশের ১১১ বছর এবং ১৯৬১ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশের ৬৪ বছর পর, দীর্ঘদিন দুষ্প্রাপ্য থাকার পর, ঐতিহাসিক বইটি নতুন করে মুদ্রিত হল।
বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইজ্জতনগরের সাহেব বাড়িতে লেখকের ৯৭তম ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। লেখকের মাজার সংলগ্ন খানাকা শরীফে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশক শফিকুল আলম নিজাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, শাহ মোহাম্মদ বদিউল আলম ছিলেন একজন উচ্চশিক্ষিত, স্বাধীনচেতা ও আলোকিত ব্যক্তিত্ব। তিনি জানান, ১৮৮৩ সালে নোয়াখালী খাস মহালে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও ব্রিটিশ শাসনের অবিচার ও অন্যায়ের প্রতিবাদে ১৮৯২ সালে তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেন।
সাবেক এই মেয়র আরও বলেন, চাকরি ছাড়ার পর বদিউল আলম কলকাতায় গিয়ে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন এবং সেখানে ‘দি মোহামেডান অবজারভার’ পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর ‘হোয়াট ইজ ম্যান’ বইটি একটি অত্যন্ত উচ্চ স্তরের গবেষণাধর্মী বই বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবদুস ছবুর, শাহ আলম মৌলুদ, মকসুদুল আলম, মুরাদুল আলম সুমন এবং মনসুরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।