বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় পারিবারিক কলহে যুবকের ‘আত্মহত্যা’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ জুলাই ২০২৫ | ৯:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে তিনি বিষপান করলে, দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শহীদুল ইসলাম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা আবু তাহেরের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে শহীদুল ইসলাম সবার অগোচরে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করেন।

তিনি বলেন, “পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”