বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত নেই

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৫ | ৮:০৮ অপরাহ্ন


চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে; তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটজনে।

শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম জয়নাল আবেদীন সিদ্দিক (৫০)। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিন দিন আগে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। পরে করোনাভাইরাসে আক্রান্ত হলে তার শারীরিক জটিলতা বেড়ে যায়।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।