
চট্টগ্রামের হাটহাজারীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মসজিদ ও বাণিজ্যিক কমপ্লেক্সসহ বেশ কিছু সম্পদ ‘দখলমুক্ত’ করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
তাদের দাবি, এই সম্পদগুলো গত ১০ বছর ধরে একটি ‘ফ্যাসিস্ট’ গোষ্ঠীর দখলে ছিল। শনিবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নে স্থানীয়দের নিয়ে এ কার্যক্রম চালানো হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটির নেতারা জানান, ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির ক্রয়কৃত ৯ গণ্ডা জমি, একটি মসজিদ ও বাণিজ্যিক কমপ্লেক্স এতদিন দখলে ছিল। শনিবার আছরের নামাজের পর জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও চাষী কল্যাণ সমিতির নেতা-কর্মীরা স্থানীয়দের নিয়ে ‘শান্তিপূর্ণভাবে’ এসব সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেন।
সংগঠনের মিডিয়া গ্রুপের প্রচার সম্পাদক জাবিদ হোসাইন জানান, উদ্ধার করা সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের ফতেপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়ার নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হারুন ও সেক্রেটারি সাদমান শাহরিয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. ফরিদ, সেক্রেটারি মো. মফিজ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক সাইফুল কাদের জাবীদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আব্দুল আনিছ, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ মহিন এবং ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. ইয়াকুব।
হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শনিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।