
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার বিকালে উপজেলা সদরের ইছাখালি এলাকায় আয়োজিত এ কর্মসূচি থেকে এক ‘অদৃশ্য শক্তি’ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ৫ আগস্টের আন্দোলন ছিল তারেক রহমানের অবদানেরই ফসল। আজ আওয়ামী লীগের মুখোশ পরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক অদৃশ্য শক্তি। নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনা তুলে ধরে তারা বলেন, “তিনি রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের বারবার বলে যাচ্ছেন—চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। রাঙ্গুনিয়াকে শান্ত ও সুন্দর রাখতে হবে।”
উপজেলা সদরের ইছাখালি থেকে মিছিলটি শুরু হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদার। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী ও পারভেজ মোশাররফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্করসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।