
চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আবদুল হাফেজ (৫০) উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা এবং ভিক্ষাবৃত্তি করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন আবদুল হাফেজ। এসময় লোহাগাড়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সন্ধ্যায় বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে জেনেছি। এর আগেই পরিবার লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করে ফেলেছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।