বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামের হাসপাতালে হট্টগোল, যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্ররা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালের এক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে অফিস থেকে বের করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

একই সময়ে তারা হাসপাতালটির ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে আমিরুল ইসলাম শাহনুর নামে এক যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে।

রবিবার রাতে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা চলার সময় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী আর্থিক অনিয়ম ও ‘নারী কেলেঙ্কারির’ সঙ্গে জড়িত—এমন অভিযোগে তারা ব্যবস্থাপনা কমিটির সভার সময় তার শাস্তির দাবি জানান। এক পর্যায়ে তার মোবাইল ফোনের কল তালিকা পরীক্ষা করে সাবেক চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সঙ্গে ‘যোগসাজশের প্রমাণ’ পাওয়ার দাবি করে তাকে অফিস থেকে বের করে দেন শিক্ষার্থীরা।

এ সময় ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসূফের সঙ্গে দেখা করতে আসা যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাহনুরকে দেখতে পেয়ে তাকেও আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. ইমরান বিন ইউনূস বলেন, “আজকে পরিচালনা কমিটির প্রথম সভা ছিল। এতে ছাত্র প্রতিনিধিরা ইনচার্জের বিভিন্ন অনিয়ম তুলে ধরে। পরে এক যুবলীগ নেতা হাসপাতালে এসেছেন এমন খবর পেলে তারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।”

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য আব্দুল আওয়াল চৌধুরীও প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, “সরকার পরিবর্তনের পর নতুন কমিটি না থাকার সুযোগে হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী নানা অনিয়ম করেছেন, যা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে তার ফোনের কললিস্ট চেক করে আওয়ামী সমর্থকদের সঙ্গে যোগাযোগের সত্যতা মিলেছে।”

তবে কমিটির অন্য একাধিক সদস্য এ বিষয়ে কথা বলতে রাজি হননি।