
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফলের আড়তের অফিস থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে; যার পুরো চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বটতলী এলাকার ‘ফ্রুটস গার্ডেন’ নামের আড়তটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনুমানিক ২৩-২৫ বছর বয়সী এক যুবক আড়তের অফিসে প্রবেশ করে। এ সময় অফিসের ব্যবস্থাপক শাহাব উদ্দিন ভেতরে ঘুমিয়ে ছিলেন। যুবকটি প্রথমে তার শার্টের পকেট থেকে মোবাইল ফোন এবং পরে ক্যাশ টেবিলের ড্রয়ার খুলে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
আড়তের মালিক মোহাম্মদ ফরিদুল আলম ও আবদুল মান্নান জানান, সকালে চুরির বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশে খবর দেন।
তারা বলেন, “ড্রয়ারে ১ লাখ ৩৪ হাজার ৮০ টাকা রাখা ছিল। চোর পুরো টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”