
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিকল এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুর পর্যন্ত উপজেলার পৌরসভা এলাকার চেউংগারকুল এবং কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুটি ড্রেজার বিকল করার পাশাপাশি একটি জব্দ করা হয়। একইসঙ্গে বালু তোলার কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপও ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু তোলার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”