
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আমার দেশ পাঠকমেলা রাঙ্গুনিয়া শাখার আয়োজনে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, “মাহমুদুর রহমানের মা একজন মহীয়সী নারী। একজন মায়ের অনেক সন্তান জন্ম দেওয়া লাগেনা—একজন সন্তানই সারাদেশকে নাড়িয়ে দিতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হলেন মাহমুদুর রহমান।”
তিনি আরও বলেন, “তার মা এমন সাহসী সন্তান জন্ম দিয়েছেন বলেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রযাত্রায় মাহমুদুর রহমান একটি উজ্জ্বল নাম। তিনি রক্ত দিয়েছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন, আলোর মুখ দেখেননি, তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই মাহমুদুর রহমানের মায়ের জীবন সত্যিই সার্থক।”
আমার দেশ পাঠকমেলা রাঙ্গুনিয়া শাখার সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, এডভোকেট এহসানুল হক, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, জাহেদ সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, এডভোকেট সরোয়ার কামাল, অধ্যাপক সুদর্শন বডুয়া, অধ্যাপক মিজানুর রহমান শাহীন, অধ্যাপক আনিসুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কলিম হোসেন এবং এস এম মহিউদ্দিন বাবু।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ও মাহমুদুর রহমানের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।