মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পেকুয়ায় মুরগির ডাক নকল করে ঘরে ঢুকে ব্যক্তিকে হত্যা, আটক ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ অগাস্ট ২০২৫ | ৬:২৪ অপরাহ্ন


কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে মুরগির ডাক নকল করে ঘরের দরজা খোলা করিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

উপজেলার শীলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন।

নিহত জসিম উদ্দিন (৫০) ওই এলাকার নুর আহমেদের ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাড়ির পাশে মুরগির কণ্ঠ নকল করে ডাকতে থাকে। বাড়ির লোকজন শিয়ালে মুরগি ধরেছে ভেবে দরজা খুলতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে পড়ে।

এ সময় তারা জসিম উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের ওমান প্রবাসী ছেলে মোহাম্মদ আশিক মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী ইখতিয়ার উদ্দিনের সঙ্গে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, যা তাদের পরিবার মেনে নেয়নি।

আশিক বলেন, “আমার ছোট ভাই ছুটিতে এসে মেয়েটিকে বিয়ে করার কথা ছিল। কিন্তু মেয়ের পরিবার তা মানেনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

ওসি সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- শীলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক উদ্দিন।

ওসি আরও বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

শীলখালী ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) আহমদ শফি বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং দেখেন পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।