মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় ৩০ এতিম শিক্ষার্থীর পাশে প্রবাসী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৫ | ৩:১০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩০ জন এতিম শিক্ষার্থীর এক বছরের পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন ওমান প্রবাসী এক উদ্যোক্তা।

বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোহাম্মদ নাজিম উদ্দীন শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি বাবদ ৬৬ হাজার ২৪০ টাকা অনুদান দিয়েছেন।

গত বুধবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে চেকটি গ্রহণ করেন পটিয়ার ইউএনও ফারহানুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম জনকল্যাণ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই উদ্যোগের বিষয়ে প্রবাসী নাজিম উদ্দীন বলেন, “শিক্ষার উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রে সবসময় পাশে থাকতে চাই। আমাকে এই মহৎ কাজ করার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”

ইউএনও ফারহানুর রহমান বলেন, “বিদ্যালয়কে এগিয়ে নিতে প্রবাসীদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। নাজিম উদ্দীনের এই উদারতা সমাজে শিক্ষাবান্ধব মানসিকতা তৈরিতে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুর রাজ্জাক বলেন, “একজন প্রবাসী হয়েও তিনি এলাকার শিক্ষার্থীদের জন্য যা করছেন, তা প্রশংসনীয়। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে।”

এই অনুদান শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।