
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা ও সিনিয়র সাংবাদিক জামালুদ্দীন ইউসুফের স্ত্রী শওকত আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম।
বার্ধক্যজনিতসহ নানা জটিল রোগে ভুগে বুধবার রাত ১১টার দিকে নগরের কল্পলোক আবাসিক এলাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সাতগড় এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার এক শোকবার্তায় সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এস এম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় তারা বলেন, “জামালুদ্দীন ইউসুফের স্ত্রী’র মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের পরিবার গভীর শোকাহত।”