
চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি হামলাকারীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী ছিলেন।
নিহত মোহাম্মদ মোজাহের আলী (৫২) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার আলী হায়দারদের সঙ্গে মোজাহের আলীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি মোজাহের আলী প্রতিপক্ষের বিরুদ্ধে দোকান লুট ও ধানের খড়ে আগুন দেওয়ার অভিযোগে একটি মামলা করেন।
ওই মামলার আসামি আব্দুর রহমান কারাগারে আছেন এবং বৃহস্পতিবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
নিহতের ছেলে মোহাম্মদ শাকিল বলেন, “মামলার হাজিরা দিয়ে বাবা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে গোলাপজান বাড়ির পুকুর পাড়ে তাকে একা পেয়ে আসামিরা লাঠি দিয়ে হামলা করে। আঘাতে বাবা পুকুরে পড়ে ডুবে যান।”
পরে স্থানীয়রা পুকুর থেকে মোজাহেরের লাশ উদ্ধার করে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।