মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাজেক আর দেখা হলো না, পথেই ঝরল দুই বন্ধুর প্রাণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০২৫ | ১:৩১ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন; তারা বন্ধুদের সঙ্গে সাজেক ভ্যালি ভ্রমণে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে জিহাদ এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের ছেলে রাকিব ইসলাম।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বন্ধুরা জানান, তারা তিনটি মোটরসাইকেলে মোট ছয় বন্ধু কক্সবাজার থেকে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা বলেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক জিহাদ ও রাকিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বন্ধুরা তাদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহীদুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ডাম্পার ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।