মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় ২০০০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০২৫ | ১২:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় একটি পিকআপ থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ; এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হামিদ (২০) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

“এসময় পিকআপে থাকা ড্রাম থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। গাড়িতে থাকা হামিদকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যায়।”

ওসি জানান, মদগুলো বান্দরবান থেকে কর্ণফুলী উপজেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।