
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ঘর, সঙ্গে পুড়েছে পরিবারের স্বপ্নও। চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে এমন পাঁচটি নিঃস্ব ও অসহায় পরিবারের মাথায় ছায়া হয়ে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (১৫ আগস্ট) এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। তিনি ভস্মীভূত বাড়িঘর ঘুরে দেখেন এবং নুরুল আবছার, নুরুল ইসলাম, নুরুল হাকিম, ইয়ার মাহমুদ ও ফয়জুল আজিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো আর্থিক সহায়তা প্রতিটি পরিবারের হাতে তুলে দেন। আকস্মিক এই বিপর্যয়ে ভেঙে পড়া মানুষগুলোকে তিনি আশ্বাস দিয়ে বলেন, শুধু এই সহায়তা নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকবে বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
এই মানবিক কর্মসূচিতে সংহতি জানাতে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মো. ফরিদুল আলম, মনছুর শরীফ ও বেলাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শাহজাহান সাজু, তসলিম উদ্দিন, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান এবং যুবদল নেতা গাজী শওকত, আবদুল মোমিন টিটু, শহীদুল ইসলাম মাঝু, কপিল উদ্দিন, মো. সুমন, নুরুল আলম ও হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।