মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

যুবকদের মন না বুঝলে নির্বাচনে বিজয় সম্ভব নয় : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ অগাস্ট ২০২৫ | ৮:৫৮ অপরাহ্ন


‘জুলাই বিপ্লবে যুবকদের অবদান অনস্বীকার্য’ মন্তব্য করে আগামী নির্বাচনে বিজয়ী হতে তরুণদের মন বুঝে তাদের সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শনিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক যুব প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুবকরা রক্ত দিয়েছে, তাই এবারের নির্বাচনে তরুণেরা ভোট না দিলে কস্মিনকালেও বিজয় সম্ভব নয়।” সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারলে দেশের পরিস্থিতি ‘ইসরায়েল-ফিলিস্তিনের মতো’ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি সাতকানিয়ায় যুবকদের সংগঠিত করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাবেক জেলা আমির জাফর সাদেক, অধ্যাপক মাহমুদুল হাসান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সাবেক পৌর আমির এম ওয়াজেদ মিয়া, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, শাহাদাত হোসেন এবং আয়ুব আলী।

সম্মেলনে উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতারা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব প্রতিনিধিরা অংশ নেন।