মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ভোরের দুঃসংবাদ: সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ৮:২৫ পূর্বাহ্ন


চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপ ধাক্কা দিলে পাঁচজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার ভোরে আকবর শাহ থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন এবং তারা চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছ কেনার জন্য যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, “পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।