মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘গুলির সর্বোত্তম ব্যবহার’ নির্দেশ ফাঁস: পুলিশ সদস্য গ্রেপ্তার ও বরখাস্ত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ২:০৬ অপরাহ্ন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের একটি ‘কড়া’ ওয়্যারলেস নির্দেশনা ফাঁসের ঘটনায় অমি দাশ নামে পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে।

গত ১১ আগস্ট রাতে নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের এক মিছিল থেকে পুলিশের ওপর হামলায় এসআই আবু সাঈদ গুরুতর আহত হওয়ার পরদিন রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসে ওই নির্দেশনা দেন। এতে তিনি সব পুলিশ ইউনিটকে তাজা গুলি ও অস্ত্রসহ ডিউটিতে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, “পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে তা গুলির মাধ্যমে প্রতিরোধ করতে হবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

কমিশনারের এই সংবেদনশীল নির্দেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনিক মহলে তীব্র অস্বস্তি তৈরি হয় এবং বার্তাটি কীভাবে ফাঁস হলো তা নিয়ে তদন্ত শুরু হয়। পরে তদন্তে অমি দাশকে শনাক্ত করে রোববার রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তার অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য এবং প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার রাজিব দাশের ছেলে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তিনি স্থায়ীভাবে চাকরিচ্যুত হতে পারেন।