মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পতেঙ্গায় সাগরে পড়ে নিখোঁজ সুপারভাইজার, চলছে উদ্ধার তৎপরতা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ২:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে সাগরে পড়ে আনোয়ার আজম (৪০) নামে এক সুপারভাইজার নিখোঁজ হয়েছেন। কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ উদ্ধারকারী দলগুলো তার সন্ধানে তৎপরতা চালালেও সোমবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ‘নবাব খান’ নামের একটি জাহাজ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা এবং ওই জাহাজে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, এ ঘটনায় রোববার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি।”