সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ১৬ জন আটক

৫টি ড্রেজারসহ বাল্কহেড জব্দ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২০ অপরাহ্ন


চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাঁচটি ড্রেজারযুক্ত বাল্কহেড জব্দ করা হয়।

শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কোস্ট গার্ড সদস্যরা চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজারসহ বাল্কহেড ও ১১ জনকে আটক করা হয়।

একইদিন দুপুরে বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় আরেকটি অভিযানে দুইটি ড্রেজারসহ বাল্কহেড ও আরও পাঁচজনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”