
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে বদলি করা হয়েছে। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম আসাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। তবে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, তা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
একই প্রজ্ঞাপনে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।